ফরেক্স ট্রেডিংয়ে BID এবং ASK প্রাইস এবং স্প্রেডের ধারণা
ফরেক্স ব্রোকাররা কারেন্সি পেয়ারগুলোর মূল্য প্রদর্শনের জন্য দুই ধরনের প্রাইস ব্যবহার করে: Bid এবং Ask। কিন্তু কেন এই প্রাইসগুলো এমনভাবে নামকরণ করা হয় এবং এগুলি আসলে কী বোঝায়? এই প্রাইসগুলোর মধ্যে পার্থক্যকে কিভাবে স্প্রেড হিসেবে গণনা করা হয় এবং এর প্রকারভেদ কী? এছাড়াও, কোন ধরনের স্প্রেড ট্রেডিংয়ের জন্য ভাল হবে তা আমরা আলোচনা করবো।
BID এবং ASK প্রাইসের ধারণা
BID প্রাইস হলো সেই মূল্য যা দিয়ে আপনি কারেন্সি পেয়ারটির বেইজ/Base কারেন্সি বিক্রি করতে পারেন। অপরদিকে, ASK প্রাইস হলো সেই মূল্য যা দিয়ে আপনি বেইজ/Base কারেন্সি কিনতে পারেন।
স্পষ্টত, BID প্রাইস হচ্ছে সেই মূল্য যেখানে আপনি কারেন্সি পেয়ারটি বিক্রি করবেন, আর ASK প্রাইস হচ্ছে সেই মূল্য যেখানে আপনি কিনবেন। যখন আপনি ট্রেডিং প্ল্যাটফর্মে এন্ট্রি নিবেন, আপনি এই দুই ধরনের প্রাইস দেখতে পাবেন। ফরেক্স ট্রেডিংয়ে এই দুই প্রাইসের মধ্যে পার্থক্যকেই স্প্রেড বলা হয়।
স্প্রেডের প্রকারভেদ ও ক্যালকুলেশন
যে সমস্ত ব্রোকার কমিশন চার্জ করে না, তারা সাধারণত স্প্রেডের মাধ্যমে চার্জ করে এবং মুনাফা অর্জন করে। স্পষ্টভাবে বলতে গেলে, ব্রোকাররা ট্রেড থেকে কমিশন না নিয়ে স্প্রেডের মাধ্যমে আয় করে থাকে। এর মানে, যখন কোনো ব্রোকার বলে যে তারা "zero commissions" বা "no commission" অফার করে, এটা মূলত একটি মার্কেটিং স্ট্রাটেজি। কারণ ব্রোকাররা স্প্রেডের মাধ্যমে ট্রেড থেকে কমিশনের মতোই অর্থ উপার্জন করে থাকে।
স্প্রেড ক্যালকুলেশন:
স্প্রেড সাধারাণভাবে পিপ্স দ্বারা পরিমাপ করা হয়, যা হলো কারেন্সি পেয়ারের মুভমেন্টের সর্বনিম্ন একক। বেশিরভাগ কারেন্সি পেয়ারেই এক পিপ্স সমান 0.0001। উদাহরণস্বরূপ, যদি EUR/USD পেয়ারটির প্রাইস 1.1051/1.1053 হয়, তাহলে স্প্রেড হবে:
স্প্রেড = ASK প্রাইস - BID প্রাইস = 1.1053 - 1.1051 = 0.0002
অতএব, স্প্রেড হবে 2 পিপ্স।
এই ধারণাগুলো সম্পর্কে পরিষ্কারভাবে জানলে আপনার ফরেক্স ট্রেডিং অভিজ্ঞতা আরও সহজ এবং সফল হতে পারে।

ফরেক্স স্প্রেড: প্রকারভেদ এবং বিশেষ উল্লেখ
ফরেক্স ট্রেডিংয়ে স্প্রেডের ক্যালকুলেশন সাধারণত দুই দশমিক ঘর পর্যন্ত হয়ে থাকে, কিন্তু কিছু ব্যতিক্রমও রয়েছে। বিশেষ করে JPY এর কারেন্সি পেয়ারগুলোর ক্ষেত্রে প্রাইস দশমিকের পর ২ ঘর পর্যন্ত প্রদর্শিত হয়। উদাহরণস্বরূপ, যদি USD/JPY এর প্রাইস হয় 110.00/110.04, তাহলে এটি দশমিকের পর ২ ঘর নিয়ে কাজ করে। তবে, যদি প্রাইস 110.012/110.016 এর মত হয়ে থাকে, তাহলে এটি দশমিকের পর ৫ ঘর পর্যন্ত প্রাইস রেঞ্জ প্রদর্শন করছে।
স্প্রেডের প্রকারভেদ
স্প্রেড মূলত দুই ধরনের হয়ে থাকে এবং এটি আপনার ব্রোকারের উপর নির্ভর করে কিভাবে ট্রেড থেকে মুনাফা অর্জন করে তা নির্ধারণ করে। স্প্রেড দুই ধরনের হতে পারে:
- Fixed Spread (স্থির স্প্রেড): এই ধরনের স্প্রেডের মূল বৈশিষ্ট্য হলো এটি কখনো পরিবর্তিত হয় না। মার্কেটের অবস্থার পরিবর্তনের সাথে এটি একই রকম থাকে, যা ট্রেডারদের একটি পূর্বানুমানযোগ্য খরচ দেয়। 
- Variable Spread (পরিবর্তনশীল স্প্রেড): এই স্প্রেডের প্রধান বৈশিষ্ট্য হলো এটি মার্কেটের অবস্থা অনুযায়ী পরিবর্তিত হয়। মার্কেটের উত্থান-পতন এবং প্রবাহের ওপর ভিত্তি করে স্প্রেড বাড়তে বা কমতে পারে। 

Fixed Spread এর মাধ্যমে যেসকল ব্রোকার প্রাইস প্রদর্শন করে থাকে, এরা মুলত হচ্ছে মার্কেট মেইকার কিংবা “Dealing Desk” ব্রোকার । অন্যদিকে, যেসকল ব্রোকার এর টার্মিনালে স্প্রেড পরিবর্তিত হতে দেখা যায় সেগুলো মুলত “Non Dealing Desk” সিস্টেম এর মাধ্যমে ট্রেডিং এর যাবতীয় কার্যাদি সম্পন্ন করে থাকে।
Fixed Spread কি?
আশা করছি, আপনাদের ইতিমধ্যেই স্প্রেড সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পেরেছি। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, Fixed Spread আসলে কি? সহজ অর্থে, এটি হচ্ছে যখন কারেন্সি পেয়ার এর স্প্রেড একই থাকে অর্থাৎ মার্কেট প্রাইস এর যেকোনো ধরনের পরিবর্তন কিংবা মুভমেন্ট এর জন্য কোনওভাবেই কারেন্সি পেয়ারের স্প্রেড এর কোনও ধরনের পরিবর্তন হবে না। আরও একটু বিস্তারিত যদি বলি, ধরুন ব্রোকার এন্ট্রি গ্রহন করার জন্য EUR/USD কারেন্সি পেয়ারে ৩ পিপ্স এর স্প্রেড প্রদান করে থাকে। এখন মার্কেট এর মুভমেন্ট যাই থাকুন না কেন, কোনও অবস্থাতেই এই স্প্রেড এর কোনও ধরনের পরিবর্তন হবে না। যেটি ৩ পিপ্স ছিল, সেটি সবসময় ৩ পিপ্স এরই থাকবে।
যেসকল ফরেক্স ব্রোকারে স্প্রেড এর কোনও ধরনের পরিবর্তন হয় না সেই ব্রোকারগুলো মুলত মার্কেট মেইকার কিংবা ডিলিং ডেস্ক এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। ডিলিং ডেস্ক ব্রোকার সম্পর্কিত তথ্যাদি আপনাদের কাছে পূর্বেই প্রকাশ করেছি। তারপরও বলছি, এটি হচ্ছে ব্রোকার এর ধরন। এই ধরনের ব্রোকাররা সাধারণত, এর লিকুইডিটি প্রোভাইডার এর থেকে বড় পরিসরে পজিশন কিংবা এন্ট্রি গ্রহন করেন এবং তারপর সেটিকে ছোট ছোট ভাগে ভাগ করে ট্রেডারদের এন্ট্রি গ্রহন এর জন্য প্রদান করে থাকে। অর্থাৎ, ডিলিং ডেস্ক ব্রোকার মুলত ট্রেডারদের বিপরীতে এন্ট্রি গ্রহন করে থাকে। এই ধরনের ব্রোকাররা মুলত Fixed Spread প্রদান করতে সক্ষম কেননা, এরা মুলত নিজের ইচ্ছামতন প্রাইস নির্ধারণ করতে সক্ষম।
Fixed Spread এর সুবিধাসমুহ
যেইসকল ব্রোকার এই ধরনের স্প্রেড এর ট্রেডিং সুবিধা প্রদান করে তারা মুলত ট্রেড শুরু করার জন্য প্রাথমিক জামানত এর পরিমান এর প্রয়োজন হয় অনেক কম। যার অর্থ হচ্ছে, যাদের ট্রেডিং এর বিনিয়োগ এর পরিমান কম তাদের জন্য এই ব্রোকার সুবিধা প্রদান করে থাকে। এছারাও, যেহেতু এই ব্রোকার এর স্প্রেড এর কোনওরুপ পরিবর্তন হয় না তাই ট্রেডার হিসাবে আপনি জানেন এন্ট্রির জন্য আপনার লস কি পরিমান হবে। কেননা, এন্ট্রি নেয়ার জন্য স্প্রেড, ট্রেডার এর জন্য এককথায় লস। যেহেতু আপনি জানেন স্প্রেড এর পরিমান একই থাকবে সুতরাং আপনি জানবেন লস এর পরিমাণ।
Fixed Spread এর অসুবিধাসমুহ
কারেন্সি পেয়ার এর মুভমেন্ট যেহেতু লিকুইডিটি প্রোভাইডার নিজে নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে এন্ট্রি গ্রহন করার সময় বার বার Re-quotes শব্দটি হতে পারে। যেহেতু ব্রোকার প্রাইস নির্ধারণ করে থাকে এবং কারেন্সি পেয়ার এর প্রাইস লিকুইডিটি প্রোভাইডার এর থেকে আসে না তাই এই ধরনের ব্রকারে এন্ট্রি গ্রহন করার সময় এক্সিকিউশন হতে সময় লাগে এবং বার বার এই রি-কোউট শব্দটি আসবে। অর্থাৎ, সঠিক সময়ে আপনাকে এন্ট্রি গ্রহন করতে দিবে না। কিংবা আপনি পারবেন না।
যখন ট্রেডার কোনও নির্দিষ্ট প্রাইসে এন্ট্রি গ্রহন করার জন্য ক্লিক করেন তখন ব্রোকার সেই প্রাইসটিকে ব্লক করে রাখে এবং নতুন প্রাইসে এন্ট্রি গ্রহন করার জন্য বলে থাকে। অর্থাৎ re-quote এর মাধ্যমে নতুন প্রাইসে এন্ট্রি গ্রহন করতে বাধ্য করে। re-quote এর মেসেজ আপনি ট্রেডিং টার্মিনালে এন্ট্রি গ্রহন করা সময় পেয়ে যাবেন।
অন্য আর একটি বড় অসুবিধা হচ্ছে Slippage । যখন মার্কেট প্রাইসের খুব বেশী পরিমাণ মুভমেন্ট থাকে তখন ব্রোকার কারেন্সি পেয়ার এর স্প্রেড ধরে রাখতে পারেনা অর্থাৎ ব্রোকার যেই Fixed Spread এর সুবিধা প্রদান করছিল সেটি সে রিয়েল মার্কেট এর প্রাইস এর মুভমেন্ট এর কারনে সমন্বয় করতে সক্ষম হয় না যার ফলে, আপনি যদি এই সময়ে কোনও এন্ট্রি গ্রহন করেন সেটি এই প্রাইসে না হয়ে অন্য প্রাইসে কোউট হয়ে যাবে। এটিই হচ্ছে মুলত স্লিপেজ। এটি হচ্ছে অনেকটা আপনি কিনলেন একরকম, দোকান থেকে বাসায় আসার পর দেখলেন অন্য রকম। আশা করছি, বুঝতে পেরেছেন।
Variable Spread কি?
নাম শুনেই হয়তোবা বুঝতে পারছেন, এই ধরনের স্প্রেডটি সবসময় পরিবর্তনশীল। অর্থাৎ, আপনার ব্রোকার যদি এই ধরনের স্প্রেড সাপোর্ট করে তাহলে এটির স্প্রেড, কারেন্সি পেয়ারের মুভমেন্ট এর সাথে সাথে ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকবে। এই ধরনের স্প্রেড এর ক্ষেত্রে, কারেন্সি পেয়ারের বিড এবং আস্ক প্রাইসের যেই পার্থক্য রয়েছে সেটি ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকবে।
এই ধরনের স্প্রেড মুলত Non Dealing Desk ব্রোকার অফার করে থাকে এবং স্প্রেড এর পরিমাণ মুলত সামগ্রিক মার্কেট এর ভোলাটিলিটি এবং কারেন্সি পেয়ারটির সাপ্লাই এবং ডিমান্ড এর উপর নির্ভর করে থাকে। সাধারণত, স্প্রেড এর পরিমাণ কমা কিংবা বাড়া নির্ভর করবে মার্কেট এর মুভমেন্ট এবং এর লিকুইডিটি এর উপর। যেমন, বিভিন্ন ধরনের নিউজ এবং অর্থনৈতিক ডেটা যখন প্রকাশিত হয়ে থাকে তখন কারেন্সি পেয়ারের স্প্রেড স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায় অর্থাৎ পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। এই সময়গুলোতে মুলত কারেন্সি পেয়ারের লিকুইডিটি এর পরিমাণ কমে আসে যার ফলে স্প্রেড এর পরিমাণ বেড়ে যায়।

উধাহরন হিসাবে বলা যায়, ধরুন আপনি EUR/USD কারেন্সি পেয়ারে একটি BUY এন্ট্রি গ্রহন করতে চান যখন এর স্প্রেড ছিল ২ পিপ্স, কিন্তু আপনি যখন বাই এন্টির জন্য ক্লিক করতে যাবেন তখন খেয়াল করলেন কারেন্সি পেয়ারটির স্প্রেড এরই মধ্যে ২০ পিপ্স হয়ে গেছে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে কেন এরকম হল? স্প্রেড এর পরিমাণ কেন ২ থেকে ২০ পিপ্স হয়ে গেল?
এছাড়াও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প এর টুইট এর কারনেও ডলার এর সাথে সম্পৃক্ত কারেন্সি পেয়ারসমুহের স্প্রেড বেড়ে যেতে পারে।

Variable Spread এর সুবিধা
এই ধরনের স্প্রেড এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এন্ট্রি নেয়ার সময় বার বার requote এর সমস্যা হয় না। এর কারনে হচ্ছে, মার্কেট এর অবস্থান অনুসারে যেহেতু স্প্রেড পরিবর্তন হয়ে থাকে তাই রিয়েল মার্কেট এর সাথে টার্মিনাল এর প্রাইসের কোনও পরিবর্তন থাকে না যার ফলে এন্ট্রি গ্রহনের সময় বার বার এন্ট্রি না হবার সমস্যাও হয় না।
এছাড়াও, এই ধরনের স্প্রেডের ব্রোকারগুলো অনেকবেশী ট্রান্সপারেন্ট হয় কেননা ব্রোকার যেহেতু প্রাইস নির্ধারণ করে না এবং প্রাইস সরাসরি একাধিক লিকুইডিটি প্রোভাইডার এর থেকে আসে তাই এটি হচ্ছে মার্কেট এর রিয়েল এবং বেস্ট প্রাইস এবং আপনি নির্ভয়ে এই ধরনের ব্রোকারে ট্রেড করতে পারেন।
Variable Spread এর অসুবিধা
যারা ছোট সময়ের ট্রেড করতে পছন্দ করেন কিংবা সহজ কথায় যারা স্কাল্পিং ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য এই ধরনের স্প্রেড সুবিধা-জনক নয়। কেননা, এন্ট্রির জন্য যদি স্প্রেড এর পরিমাণ বেশী থাকে এটি আপনার এন্ট্রির প্রারম্ভিক লস এর কারন হয়ে দাড়ায়।
অন্যদিকে, যারা নিউজ ট্রেডিং পছন্দ করেন তাদের জন্যও স্প্রেড এর পরিবর্তন এক কথায় ক্ষতির কারন। স্প্রেড এর বৃদ্ধির পরিমাণ যদি বেশী হয় এটি চোখের পলকে আপনার প্রফিটেবল এন্ট্রিকেও লসে নিয়ে আসতে পারে।
তাহলে কোনও ধরনের স্প্রেড ভালো?
অনেকের মনেই এখন প্রশ্ন আসতে পারে, দুই ধরনের স্প্রেড এরই ভাল এবং খারাপ দিক রয়েছে তাহলে ট্রেড করার জন্য আমি কোন ধরনের স্প্রেড ব্যবহার করবো? কিংবা এই দুইটির মধ্যে কোনটি সবচেয়ে ভালো? আসলে সেটি সম্পূর্ণরুপে নির্ভর করবে ট্রেডার এর ট্রেডিং কৌশল এবং প্যাটার্ন এর উপর।
অনেক ট্রেডারই মনে করবেন Fixed Spread হচ্ছে সবচেয়ে ভাল এবং বিপরীতে অন্য ট্রেডার মনে করবেন Variable Spread হচ্ছে Best ।
আমাদের মতে কিংবা আমাদের ট্রেডিং অভিজ্ঞতা অনুযায়ী, যেসকল ট্রেডাররা কম এন্ট্রি গ্রহন করে থাকেন এবং যাদের ট্রেডিং একাউন্ট ব্যালেন্স এর পরিমাণ কম তাদের জন্য Fixed Spread ভালো হতে পারে।
অন্যদিকে, যেসকল ট্রেডার এর একাউন্ট ব্যালেন্স এর পরিমাণ বেশী এবং যারা বেশী ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য Variable Spread লাভজনক হতে পারে। কেননা এই ধরনের স্প্রেডের ব্রোকারে এন্ট্রি গ্রহন কিংবা ক্লোজ করতে সময় লাগে না এবং এবং এন্ট্রির এক্সিকিউশন এর সময় না লাগার কারনে খুব দ্রুত এন্ট্রি গ্রহন করা যায়। যদি মার্কেট এর মুভমেন্ট খুব বেশী পরিমাণ থাকে, সে সময়েও।
Forex Spread ক্যালকুলেশন
ইতিমধ্যেই আপনি জেনে গেছেন স্প্রেড এবং দুই ধরনের স্প্রেড এর মধ্যকার বিস্তারিত তথ্যসমুহ, এখন আপনাকে আরও একটি বিষয় জানতে হবে………..
Forex Spread কিভাবে ট্রেডের খরচ বাড়ায়
এটি ক্যালকুলেট করার প্রক্রিয়াটি খুবই সহজ। এর জন্য মুলত দুইটি বিষয়ের প্রয়োজন হবেঃ
- প্রতি পিপ্স এর ভ্যালু
- লট কিংবা ভলিউম এর আকার
চলুন একটি উধাহরন দেখে নেই।

উপরের চিত্র অনুসারে, যদি আপনি EUR/USD কারেন্সি পেয়ারে 1.35640 প্রাইসে একটি বাই এন্ট্রি গ্রহন করেন এবং সেটিকে যদি তাৎক্ষণিক অর্থাৎ 1.35626 প্রাইসে ক্লোজ করে দেন তাহলে আপনার লস এর পরিমাণ হবে 1.4 pips ।
এখন Forex Spread এর খরচ বের করার জন্য, আপনি শুধু প্রতি পিপ্স এর ভ্যালু এবং যেই পরিমাণ লট এর এন্ট্রি গ্রহন করতে চান সেটিকে গুন করলেই বের হয়ে আসবে ট্রেডিং এর জন্য প্রারম্ভিক লস এর পরিমাণ।
যদি আপনি মিনি লট এর ব্রোকারে অর্থাৎ ১০,০০০ ইউনিট এর ১ লট সমান এন্ট্রি গ্রহন করেন তাহলে স্প্রেড হিসাবে আপনার এন্ট্রির জন্য খরচ হবে $1.40 । অর্থাৎ, এন্ট্রি গ্রহন করলেই সেটি এই পরিমাণ ডলার লস থেকে ওপেন হবে।

মনে রাখবেন, লট এর পরিমাণ এর সাথে পিপ্স এর ভ্যালু গুন করেলেই আপনি স্প্রেড এর হিসাবে কি পরিমাণ লস থেকে এন্ট্রিটি ওপেন হবে সেটি জানতে পারবেন। অর্থাৎ, আপনার লট এর আকার যদি বড় হয় তাহলে লস এর পরিমাণও সেই অনুপাতে বেশী হবে।
