ফরেক্স ট্রেড শিখার সবচেয়ে প্রাথমিক ধাপ হচ্ছে, Pips/পিপ্স এবং পিপেটিস/ Pipettes ।
ফরেক্স ট্রেড শিখার জন্য আপনি যখন ঘাটাঘাটি শুরু করবেন তখন বার বার এই দুইটি নাম আপনার সামনে আসবে। আমাদের অনেক আগেই এই ব্যাপারে আর্টিকেল লিখা উচিৎ ছিল কিন্তু সময় এবং প্রয়োজনীয়তার কথা অনুভব না করেই আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে ভুলে গিয়েছিলাম।
নতুন ট্রেডার এর জন্য এই Pips/পিপ্স এবং পিপেটিস/ Pipettes বিষয় সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। তাই আজকে এই আর্টিকেলে আমরা এই বিষয়ে আলোচনা করবো।
Pip/পিপ্স কি?
পিপ্স হচ্ছে একটি পরিমাপের একক যা দুইটি কারেন্সির মধ্যকার পার্থক্যকে পরিমাপ করে।
ধরুন, EUR/USD কারেন্সি পেয়ার এর ভ্যেলু 1.1050 প্রাইস থেকে 1.1051 প্রাইসে পরিবর্তিত হল। এর অর্থ হচ্ছে, এই কারেন্সি পেয়ারে .0001 USD বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এর ভ্যেলু বেড়েছে ১ পিপ ।
Pips/পিপ্স হচ্ছে কারেন্সি প্রাইসের দশমিক সংখ্যার শেষ ডিজিট।
বেশীরভাগ কারেন্সি পেয়ার দশমিক এর পর ৪ ডিজিট পর্যন্ত হয়ে থাকে কিন্তু কিছু কিছু পেয়ারে আবার দশমিক এর পর ৪ ডিজিট থাকে না। যেমন, Japanese Yen পেয়ারের কারেন্সি (এই পেয়ার দশমিক এর পর ২ ডিজিটের হয়) ।
উধাহরন হিসাবে বলে যায়, EUR/USD কারেন্সি পেয়ারে পিপ্স হচ্ছে 0.0001 এবং USD/JPY কারেন্সি পেয়ারে পিপ্স হচ্ছে, 0.01
পিপেটিস/ Pipettes কি?
অনেক ব্রোকার রয়েছে যারা, কারেন্সি পেয়ারের এই স্ট্যান্ডার্ড ‘দশমিক ৪ এবং ২ ডিজিট’ এর পরিবর্তে আপনাকে ‘দশমিক ৫ এবং ৩ ডিজিট’ এর মান প্রদর্শন করে থাকে। এই ব্রোকারগুলো FRACTIONAL PIPS হিসাবে কোট করে থাকে। একে বলা হয় পিপেটিস/ Pipettes ।
এই উদাহরণটি লক্ষ্য করুন, GBP/USD কারেন্সি পেয়ার এর মান 1.30542 প্রাইস থেকে 1.30543 প্রাইসে পরিবর্তিত হল। এর অর্থ হচ্ছে, এই কারেন্সি পেয়ারে .00001 USD বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এর ভেলু বেড়েছে ১ পিপেটিস। ১০ পিপেটিস পরিবর্তন হলে কারেন্সি প্রাইসে ১ পিপ্স এর পরিবর্তন হয়।
FRACTIONAL PIPS কিংবা পিপেটিস দেখতে অনেকটা নিচের চিত্র এর মতন যেটি আপনি ট্রেডিং টার্মিনাল এর চার্টে দেখতে পাবেন।
আপনার সুবিধা জন্য আমরা নিচে একটি পিপ ম্যাপ অংকনের চেষ্টা করেছি যার মাধ্যমে আপনি পিপ্স এবং পিপেটিস সম্পর্কে ভালো ধারনা পেতে পারেন।
পিপ্স ক্যালকুলেশন
প্রতিটি কারেন্সিরই নিজ নিজ ভ্যেলু কিংবা মান থাকে। সুতরাং, পিপ্স এর পরিবর্তন এর কারনে কারেন্সি এর মানের কি পরিমান পরিবর্তন হবে সেটিকে প্রথমে জেনে নিতে হবে। নিচের উধাহরন গুলোর মাধ্যমে আমরা ৪ দশমিক প্রাইস এর মাধ্যমে সেটিকে ক্যালকুলেট করার চেষ্টা করবো।
বোঝার সুবিধার জন্য, এক্সচেঞ্জ রেটকে রেশিও আকারে প্রকাশ করা হবে যেমন, EUR/USD = 1.2500 এটিকে লিখা হবে, “1 EUR / 1.2500 USD”)
# ১ম উধাহরনঃ USD/CAD = 1.0200
অর্থাৎ, 1 USD এবং 1.0200 CAD কিংবা এভাবেও লিখা যেতে পারে (1 USD/1.0200 CAD)
(কোউট কারেন্সির ভ্যেলু পরিবর্তন এর জন্য) এক্সচেঞ্জ রেট রেশিও এর সাথে সেটিকে গুন করতে হবে তাহলে আমরা পিপ ভ্যেলু পাবো (বেইজ কারেন্সির উপর ভিত্তি করে)
অর্থাৎ – [.0001 CAD] x [1 USD/1.0200 CAD] কিংবা সংক্ষেপে
[(.0001 CAD) / (1.0200 CAD)] x 1 USD = 0.00009804 USD প্রটি ইউনিট ট্রেড এর জন্য।
যদি এখানে আমরা USD/CAD কারেন্সি পেয়ার 10,000 ইউনিট এর ট্রেড করি এবং ১ পিপ্স যদি পরিবর্তিত হয় তাহলে এর জন্য এক্সচেঞ্জ রেট এর রেশিও পরিবর্তিত হবে প্রায় 0.98 USD অর্থাৎ, (10,000 units x 0.0000984 USD/unit) ।
এখানে আমরা “প্রায়” শব্দটি ব্যবহার করেছি কেননা এক্সচেঞ্জ রেট পরিবর্তিত হয়ে যাবে যেকোনো ধরনের পিপ্স এর পরিবর্তন এর কারনে।
# ২য় উধাহরনঃ GBP/JPY = 123.00
অর্থাৎ, 1 GBP এবং 123.00 JPY কিংবা এভাবেও লিখা যেতে পারে (1 GBP/123.00 JPY)
(কোউট কারেন্সির ভ্যেলু পরিবর্তন এর জন্য) এক্সচেঞ্জ রেট রেশিও এর সাথে সেটিকে গুন করতে হবে তাহলে আমরা পিপ ভ্যেলু পাবো (বেইজ কারেন্সির উপর ভিত্তি করে)
অর্থাৎ – [0.01 JPY] x [1 GBP/123.00 JPY] কিংবা সংক্ষেপে
[(0.01 JPY) / (123.00 JPY)] x 1 GBP = 0.0000813 GBP প্রটি ইউনিট ট্রেড এর জন্য।
যদি এখানে আমরা GBP/JPY কারেন্সি পেয়ার 10,000 ইউনিট এর ট্রেড করি এবং ১ পিপ্স যদি পরিবর্তিত হয় তাহলে এর জন্য এক্সচেঞ্জ রেট এর রেশিও পরিবর্তিত হবে প্রায় 0.813 GBP অর্থাৎ, (10,000 units x 0.0000813 USD/unit) ।
পিপ ভ্যালু ট্রেডিং একাউন্ট এর কারেন্সি হিসাবে কিভাবে বের করবেন?
এতক্ষণ আমরা পিপ্স এবং কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটি সম্পর্কে জেনেছি। এখন সময় হয়েছে ট্রেডিং একাউন্ট এর কারেন্সি হিসাবে কিভাবে পিপ্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার।
আপনারা সবাই জানেন, ফরেক্স ট্রেডিং হচ্ছে আন্তর্জাতিক একটি ট্রেডিং ব্যবস্থা যার কারনে বিভিন্ন দেশের ট্রেডাররা তাদের নিজ নিজ দেশের কারেন্সিতে ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে থাকেন। অর্থাৎ, যদি ধরে নেই পৃথিবীতে ১০০ মিলিয়ন ট্রেডার আছেন তাহলে এদের কারন ট্রেডিং একাউন্ট এর কারেন্সি হবে USD, কারন হবে GBP, কারও হবে EUR, কারন হবে AUD কিংবা কারও হবে CAD এর মাধ্যমে।
অর্থাৎ, সহজ কথায়, ভিন্ন দেশের ট্রেডারদের কারেন্সি হবে ভিন্ন রকমের।
তবে একটি সহজ মাধ্যম হচ্ছে, ট্রেডিং একাউন্ট এর কারেন্সির বিপরীতে, পিপ ভ্যালু ক্যালকুলেট করে নেয়া। তাহলে চলুন কিছু উধাহরন এর মাধ্যমে শিখে নেয়া যাক।
যদি আপনার ট্রেডিং একাউন্ট এর কারেন্সি, কারেন্সি পেয়ার এর বেইজ কারেন্সি একই হয় তাহলে হিসাবটি হবে নিম্নরুপঃ
উপরের GBP/JPY কারেন্সি পেয়ারের উধাহরনকে চিন্তা করি। প্রথমে USD এর হিসাবে GBP এর পিপ ভ্যালু নির্ণয় করি যখন GBP/USD এর এক্সচেঞ্জ রেট হচ্ছে 1.5590
GBP/JPY = 123.00
অর্থাৎ, 1 GBP এবং 123.00 JPY কিংবা এভাবেও লিখা যেতে পারে (1 GBP/123.00 JPY)
(কোউট কারেন্সির ভ্যেলু পরিবর্তন এর জন্য) এক্সচেঞ্জ রেট রেশিও এর সাথে সেটিকে গুন করতে হবে তাহলে আমরা পিপ ভ্যেলু পাবো (বেইজ কারেন্সির উপর ভিত্তি করে)
অর্থাৎ – [0.01 JPY] x [1 GBP/123.00 JPY] কিংবা সংক্ষেপে
[(0.01 JPY) / (123.00 JPY)] x 1 GBP = 0.0000813 GBP প্রটি ইউনিট ট্রেড এর জন্য।
অর্থাৎ, পিপ ভ্যালু হচ্ছে 1 USD = .813 GBP
এখন যদি, আপনার ট্রেডিং একাউন্ট এর কারেন্সি হয়, কারেন্সি পেয়ার এর কোউট কারেন্সির এক্সচেঞ্জ রেট এর উপর নির্ভর করে তাহলে নিচের ক্যালকুলেশন এর মাধ্যমে পিপ ভ্যালু নির্ণয় করা যায়ঃ
.813 GBP per pip / (1 GBP/1.5590 USD)
কিংবা,
[(.813 GBP) / (1 GBP)] x (1.5590 USD) = 1.2674 USD প্রতি পিপ মুভমেন্ট এর জন্য।
এই ক্যালকুলেশন এর অর্থ হচ্ছে, GBP/JPY কারেন্সি পেয়ারে ১০,০০০ ইউনিট অর্থাৎ ১ মাইক্রো লট সমান পজিশন এর জন্য প্রতি প্রিপ্স মুভমেন্ট এর কারনে প্রফিট কিংবা লস এর পরিমাণ হবে রায় 1.27 USD । আশা করি বুঝতে পেরেছেন। তবে এই ক্যালকুলেশনটিকে নিজ থেকে করার কোনও দরকার নেই। কেননা প্রতিটি ফরেক্স ব্রোকার তাদের হিসাব অনুসারে পিপ্স ভ্যালু কি পরিমাণ এর হবে সেটি নির্ণয় করার জন্য একটি ক্যালকুলেটর প্রদান করে থাকে।
আশা করি, উপরের আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। যদি এই আর্টিকেল নিয়ে আপনার কোনো বিশেষ প্রশ্ন থাকে, তবে অনুগ্রহ করে নিচের কমেন্ট বক্সে মন্তব্য করুন। আমাদের এক্সপার্ট ট্রেডাররা শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দেবেন। এছাড়াও, ট্রেডিং এনালাইসিস এবং সিগন্যাল গ্রহণের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন।